নিয়োগ বিজ্ঞপ্তি
WILLIAM
SHAKESPEARE ACADEMY
A
child friendly school
উইলিয়াম শেকসপীয়ার একাডেমী, ১৩৯ সোনারগাঁ জনপথ, উত্তরা, ঢাকা।
WILLIAM
SHAKESPEARE ACADEMY (WSA) একটি বাংলা ও ইংরেজী ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া থানার, চুনতি এলাকায় একটি নতুন স্কুল চালু হতে যাচ্ছে। উক্ত স্কুলের জন্য কিছু সংখ্যক ফুলটাইম অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হবে। কর্মস্থল: চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম।
ক্র নং
|
পদের নাম
|
পদের সংখ্যা
|
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞা
|
বেতন
|
০১
|
শিক্ষক/শিক্ষিকা
(প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণী)
|
০২
|
ক) ন্যূনতম এইচ.এস.সি/বিশেষ যোগ্যতায় এস.এস.সি পাশ বিবেচনা করা হবে।
খ) বাংলা ও ইংরেজী ভার্সনে শিক্ষার্থীদের শিক্ষা দিতে সক্ষম হতে হবে।
গ) কারীকুলাম অনুযায়ী গীটার, কী-বোর্ড এবং ড্রাম - যে কোন একটি বিষয়ে শিক্ষা দিতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
|
অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার আলোকে বেতন নির্ধারণ করা হবে।
|
০২
|
মিউজিক
শিক্ষক/শিক্ষিকা
|
০২
|
ক) ন্যূনতম এস.এস.সি পাশ হতে হবে।
খ) এটি একটি পূর্ণকালীন চাকুরী।
গ) প্রার্থীদেরকে খ্রীষ্টিয় সংগীতে পারদর্শী হতে হবে। গীটার, কী-বোর্ড এবং ড্রাম - যে কোন একটি বাদ্যযন্ত্র শিক্ষাদানে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
|
অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার আলোকে বেতন নির্ধারণ করা হবে।
|
আগ্রহী প্রার্থীগণকে পদের নাম, মোবাইল নম্বর, ছবি ও পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আগামী ২০ জানুযারী ২০১৮ খ্রী: তারিখের মধ্যে উল্লিখিত ই-মেইল ঠিকানায় wsainformation@gmail.com আবেদন করার জন্য অনুরোধ করা হলো। বিস্তারিত জানতে সরাসরি এই নম্বারে ০১৮১৫২২২৭৫৯ যোগাযোগ করা যাবে।
No comments:
Post a Comment